শহীদ আমিন উদ্দিন প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ
হারুনুর রশিদ বিশেষ প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুরে শহীদ আমিন উদ্দিন পলাশ প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
আজ ২১ শে বৃহস্পতিবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিচকান্দি বাজারের পাশে রশিদ ভূইয়ার বাড়িতে শহীদ আমিন উদ্দিন পলাশ প্রবাসী কল্যাণ ট্রাস্টে নরসিংদী জেলা সৌদি আরব শাখার উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে ৫০ টি কম্বল বিতরণ করেন। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল্লাহ ভূইয়া, হাজী মো রয়িছ ভূইয়া,মো ইদ্রিস মিয়া,মো নাজিম উদ্দীন প্রমুখ।
প্রবাসী মো আব্দুল মালেক বলেন, আমি সৌদিতে ছিলাম তখন দুই জেলার প্রবাসীদের মাঝে হটাৎ বাকবিতণ্ডা হয়। তারি ২০২০ সালে সৌদি আরব প্রবাসী জেলা সমিতির মাধ্যমে দেশ ও বিদেশে ব্যাপক সেবামূলক উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসার ভাসছিল। রেশারেশিতে প্রবাসী ব্রাহ্মণ্যবাড়ীয়া জেলা সমিতির কয়েক জন প্রকাশ্যে শহীদ আমিন উদ্দিন পলাশ কে কুপিয়ে সৌদিতেই হত্যা করে।
পলাশের গ্রামের বাড়ি রায়পুরা উপজেলায় মুছাপুর ইউনিয়নের তুলাতলি। নাজিম উদ্দীন বলেন, নিহতের পর থেকেই তার নামে প্রবাসীদের অর্থায়নে বিভিন্ন অসহায় ও গরীবদের আর্থসামাজিক সহায়তা মূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে আসছে। আসছে শীতে শীতার্তদের মাঝে আজ রায়পুরার মির্জাপুরে ৫০ টি সহ বিভিন্ন ইউনিয়নসহ রায়পুরার পুর্বান্চলে এক যুগে ৫০০ টির অধিক কম্বল বিতরণ করেন। মো ইদ্রিস বলেন, শহীদ পলাশ প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করার জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। তা সুষ্ঠু ভাবে বিতরণ করেছি।
অসহায় শীতার্তদের মধ্যে কিছু কষ্ট লাগবে এগিয়ে আসার জন্য তাদের কে ধন্যবাদ ও অকৃতজ্ঞতা। ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ ভূইয়া বলেন, প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগকে স্বাগত জানাই, তাদের অর্থের বিনিময়ে দেশ উন্নত হচ্ছে। তাদের প্রতি কৃতজ্ঞতা পরবর্তীতে আরও অসহায় দুস্ত গরীব মানুষের মাঝে সহায়তার ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।
”(সম্পাদকের বার্তা: এই প্রতিবেদনটি করেছেন হারুনুর রশিদ । এই অঞ্চলের অন্যায়,অনিয়ম অথবা সামাজিক কাজের তথ্য দিতে এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ রইলো।