মসজিদের ইমাম নতুন কক্ষ ও ত্রিপুরা গোষ্ঠী পেল উপাসনালয় উপহার।
সুমন পল্লব, হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি: মহান বিজয় দিবসের দিনে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার আদর্শগ্রাম এলাকার আদর্শগ্রাম জামে মসজিদের ইমাম সাহেবের বসবাসের জন্য নির্মিত কক্ষ ও ফরহাদাবাদ ইউনিয়নের মনাই ত্রিপুরা পাড়ার বাসিন্দাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক নির্মিত উপাসনালয় হস্তান্তর করা হয়। বুধবার(১৬ডিসেম্বর) সকালে পৃথক পৃথক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন উদ্ভোধনের মাধ্যমে হস্তান্তর করেন।
জানা যায়, পৌরসভার আদর্শগ্রাম জামে মসজিদে ইমাম সাহেবের জন্য থাকার স্থায়ী কোন কক্ষ ছিলনা। হঠাৎ পরিদর্শনে গিয়ে ইউএনও রুহুল আমিন মসজিদের ছাদের সমস্যা ও ইমামের দীর্ঘদিন ধরে পড়ে থাকা জরাজীর্ণ কক্ষটি নজরে পড়লে উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন রূপে নির্মিত করে দেয় কক্ষটি।অপরদিকে মনাই ত্রিপুরা পল্লী গোষ্ঠির ধর্মীয় অনুষ্ঠান পালনের কোন উপাসনালয় না থাকায় নব-নির্মিত করে দেয় উপাসনালয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম,শাহ,সহঃ কর্মকর্তা আহাসান জাকি, মসজিদ কমিটির সদস্য মো: বেলাল খলিফা, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার অশোক কুমার নাথ,সাংবাদিক মাহমুদ আল আজাদ,শেখ মোরশেদুজ্জামান, পৌর কর্মচারী মনোয়ার হোসেন সহ ত্রিপুরা পল্লীর বাসিন্দা,আদর্শ গ্রামে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।