ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জয়পুরহাটে পৃথক ঘটনায় নিহত ২

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 23, 2021 - 3:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 123 বার

সুলতান মাহমুদ,জয়পুরহাট প্রতিনিধিঃ  জয়পুরহাটে পৃথক ঘটনায় নাঈম ইসলাম (২৪) ও মিঠু (৩৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ক্ষেতলাল উপজেলার শিবপুর এলাকা ও সদরের হাসপাতালে নিমার্ণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, ভোর সাড়ে ৫টার দিকে ক্ষেতলাল
উপজেলার শিবপুর নামক স্থানে ভটভটি চালানোর সময় অসাবধানতাবশত চালকের গলার সাথে
থাকা চাদর ভটভটিতে পেঁচিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়। নিহত নাঈম কালাই
উপজেলার কাদিরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। মৃত্যুর পর তার পরিবার লাশটি নিয়ে যায়।
জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, বেলা সাড়ে ১১ টার সময় নিহত ওই
শ্রমিক ভবনে অন্য শ্রমিকের সাথে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মিঠু সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মৃত্যুর পর তার লাশটি পরিবার নিয়ে যায়। কোন অভিযোগ থাকলে পরিবারের পক্ষ থেকে থানায়
মামলা দায়ের করতে পারে।