ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 23, 2021 - 3:22 pm
  • পঠিত হয়েছে: 147 বার

নবোদয় প্রতিবেদক : রাজধানীর বনানীর সৈনিক ক্লাব ফুট ওভারব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক (৩৫) বছর। শুক্রবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।

আজ শনিবার সকালে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সৈনিক ক্লাব ফুট ওভারব্রিজের নিচ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করি।

মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরনে নীল রঙের ফুলহাতা জিন্স শার্ট ও চেক লুঙ্গি বলে জানান তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মতিন আরো বলেন, একটি দ্রুতগামী যানের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।