কিশোরগঞ্জে আজিজ কো- অপারেটিভ ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
মোঃ লাতিফুল আজম নীলফামারী প্রতিনিধি: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা শাখার আজিজ কো- অপারেটিভ কমার্স এন্ড ফিনান্স ব্যাংক লিমিটেডের (ACCF BANK LTD) সম্মানিত পৃষ্ঠপোষক,শুভানুধ্যায়ীদের নিয়ে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে ব্যাংকটির কার্যালয় এই গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ, ব্যাংকটির রংপুর শাখার ব্যবস্থাপক মাহবুব হোসেন, সৈয়দপুর শাখার আজহারুল ইসলাম, ডিমলার শাখার ইব্রাহিম ইসলাম সহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহমুদা আক্তার শাম্মী।