ময়মনসিংহ সদরে মুজিবর্ষে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের জমি ও গৃহ প্রদান
মোঃ আরিফ রববানী,ময়মনসিংহ ঃঃ ময়মনসিংহ সদর উপজেলায় মুজিবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহহীনদের জন্য বরাদ্ধকৃত জমি ও গৃহ প্রদান করা হয়েছে। ২৩শে জানুয়ারী শনিবার সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে ভূমি ও গৃহহীনদের জমি ও গৃহপ্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুজিবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে সদর উপজেলার ১১টি ইউনিয়নে ২৫০” শ”টি ভূমি ও গৃহহীন পরিবার ভূমি ও গৃহ পেয়েছেন বলে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান।শনিবার সকাল সাড়ে ১০টায় সারাদেশ ব্যাপী একযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার হিসাবে ৬৬হাজার ১শ’৭৯টি পরিবারকে ভূমি ও একক গৃহ হস্তান্তর এবং ৩হাজার ৭শ’১৫ পরিবারকে ব্যারাকে পূর্নবাসন অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন।
এঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম , মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রানৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও উপকারভোগীরা।