ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

স্বাধীন ফিলিস্তিন গঠনে পুনরায় সমর্থন জানাল কাতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 16, 2020 - 5:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 124 বার

আন্তর্জাতিক ডেক্স : ফিলিস্তিনি জনগণের সমর্থনে নিজেদের অবস্থানের কথা পুনরায় জানিয়েছে কাতার। গত সোমবার (১৪ ডিসেম্বর) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে রাজধানী দোহায় এক বৈঠকে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে নিজেদের এই সমর্থন অব্যাহত থাকবে বলে জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে সর্বশেষ দেশ হিসেবে মরক্কোর ঘোষণার পরপরই দ্বিরাষ্ট্রীয় সমাধান এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আরব শান্তি উদ্যোগে সমর্থনের বিষয়ে নিজের অবস্থান নিশ্চিত করল কাতার। খবর আল জাজিরার।

বৈঠকের পরে কাতারের আমির এক টুইট বার্তায় ফিলিস্তিনের সামরিক গ্রুপগুলোর ঐক্যের ওপর জোর দেন।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট এমন এক সময়ে কাতার সফর করলেন, যখন উপসাগরীয় দেশগুলো একে একে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে। গত সপ্তাহে ইসরায়েল ও মরক্কো সম্পর্ক স্বাভাবিক করা বিষয়ে চুক্তি করেছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে মরক্কো চতুর্থ দেশ।এর আগে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহমান আল থানি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গিয়ে আরব দেশগুলো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টাকে হ্রাস করেছে।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তির শর্ত হিসেবে যুক্তরাষ্ট্র পশ্চিম সাহারার ওপর মরক্কোর সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে, যেখানে আলজেরিয়া-সমর্থিত পলিসারিও ফ্রন্টের সঙ্গে মরক্কোর কয়েক দশক ধরে বিরোধ চলছে। পলিসারিও ফ্রন্ট সেখানে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করার চেষ্টা চালাচ্ছে।

সূত্র : আল জাজিরা