বিজয়ের ইতিহাস বর্তমান প্রজন্মদের মাঝে তুলে ধরতে হবে, বৈলরে শাহানশাহ
আরিফ রববানী, ময়মনসিংহ : মুক্তিযোদ্ধাদের মতো আমাদেরকেও দেশকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের তরুণ রাজনীতিবিদ, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার মশিহুর রহমান শাহানশাহ।
তিনি বলেন-বিজয়ের ইতিহাস কে বর্তমান প্রজন্মদের মাঝে তুলে ধরার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রাখতে হবে।
তিনি ১৬ই ডিসেম্বর বুধবার সকালে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বইলর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকন ও বিতর্ক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিয়েছেন, অথচ আমরা কি এই গ্রামকে একটু ভালোবাসতে পারি না? আমরা কি আমাদের গ্রাম তথা দুস্থ মানুষগুলোর কল্যাণে এগিয়ে আসতে পারি না? আমরা কেন নিজেদের চিন্তায় ব্যস্ত হয়ে হয়ে যাই। কেন আমরা বিভিন্ন নদী ও খাল দখল করি। মুক্তিযুদ্ধকালে দেশের জন্য তারা বুকে গুলি খেয়েছে। আর আমরা শুধু নিজের চিন্তা করছি।’
খন্দকার মশিহুর রহমান শাহানশাহ বইলরবাসীকে জানিয়ে বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি— আমরা আমাদের গ্রামকে,আমাদের এলাকাকে ভালোবাসবো। নিজের ঘরকে যেভাবে সুন্দর রাখি, এই গ্রামের অভাবী মানুষগুলোকেও একইভাবে ভালোবাসবো। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।