পবা দর্শনপাড়া ইউনিয়নের আয়োজনে বিজয় দিবস উদযাপন
লিয়াকত,রাজশাহী ব্যুরোঃ পবার দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়। গতকাল বুধবার সকালে দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসান রাজ শত শত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।
এসময়,দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, বর্তমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সভাপতি আলা উদ্দিন, জালাল উদ্দিন ও ইয়ানুস মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সিদ্দিকী, বর্তমান সাংগটনিক সম্পাদক ইজাবুল শেখ ও আমিনুল ইসলাম, ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মুর্শিদা ও সাধারণ স্পাদক তাহেরা বেগম, দর্শন পাড়া ইউপির সকল সদস্যবৃন্দ ও ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাব্বির হোসেনসহ অত্র ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।