ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে যথাযথ মর্যাদায় ৪৯ তম মহান বিজয় দিবস পালন।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 17, 2020 - 12:19 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 88 বার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাই স্কুলের আয়োজনে -৪৯ মহান বিজয় দিবস স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়েছে।

অত্র বিদ্যালয়ে ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে সূূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রকৃতিতে ও শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে হলরুমে – অনলাইনে মুক্তিযুদ্ধ ও জাতির পিতার সোনার বাংলাদেশ বিষয়ক রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা শেষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ, দোয়া মোনাজাত করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।

এতে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ও সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ সাজেদুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্যে রাখেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামীম হোসেন, মাসুম সেখ, অচিন্তি কুমার মন্ডল, মির্জা গোলাম মোস্তফা, শামীমা খাতুন, সাবেক শিক্ষক নীলমণি মজুমদার প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিউল আলম, ম্যানেজিং কমিটির দাতা সদস্য জাহিদ হাসান শান্ত, অভিভাবক সদস্য লিয়াকত আলী, শিক্ষক প্রতিনিধি মির্জা গোলাম মোস্তফা, বিদুৎসাহী নূরুল হক, শিক্ষক সাইফুল ইসলাম, রকিবুল ইসলাম, আক্তারুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শরীরচর্চা শিক্ষক রাশেদুল হাসান।