কাল মেজর জয়নাল আবেদীন বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী
কাইছার হামিদ তুষারঃ- কাল ১৭ই ডিসেম্বর লোহাগাড়ার কৃতি সন্তান,বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী।গতবছর এই দিনে পরপারে পাড়ি জমান লোহাগাড়ার এই সূর্যসন্তান।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ উপজেলা লোহাগাড়ার ৯ টি ইউনিয়নের প্রধান মসজিদগুলোতে আগামীকাল বাদে আছর তার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্ব স্ব ইউনিয়নের আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।