আশাশুনিতে বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় মহান বিজয় দিবস পালিত
আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ আশাশুনি বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার থানা প্রাঙ্গনে থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে প্রতুষে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সকল অফিস, প্রতিষ্ঠান, দোকান-পাট সরকারি-বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিসৌধে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তীর নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানার নেতৃত্বে উপজেলা প্রশাসন,
স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার নেতৃত্ব উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে থানা পুলিশ, সাবেক কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, স.ম সেলিম রেজা সেলিমের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,্ব উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠন,সভাপতি রুহুল আমিন,সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল ও সাংগঠনিক আবুল বাশারের নেতৃত্বে জাতীয় পার্টি, সভাপতি জিএম আল ফারুক ও সেক্রেটারী সমীর রায়ের নেতৃত্বে আশাশুনি প্রেসক্লাব,আশাশুনি হাসপাতাল, সেক্রেটারী রনজিৎ বৈদ্যর নেতৃত্বে উপজেলা পূজা উদযাপন পরিষদ, সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী ও সেক্রেটারী দীপঙ্কর মন্ডলের নেতৃত্বে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সভাপতি প্রভাষক জাকির হোসেন ও সেক্রেটারী পরেশ অধিকারীর নেতৃত্বে ফ্রেন্ডস্ ক্লাব, সহ সভাপতি এম এম সাহেব আলী,সাথারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর নেতৃত্ব আশাশুনি রিপোর্টাস ক্লাবে ্ব সভাপতি এম এম সাহেব আলী,সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের নেতৃত্ব উপজেলা ভুমিহীন সমিতি, সভাপতি ডাঃ আশুতোষ রায়ের নেতৃত্বে জাতীয় হিন্দু মহাজোট, সভাপতি লিংকন ও সেক্রেটারী জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে বাজার বণিক সমিতি, সভাপতি খান মোঃ রেজাউল করিম,সম্পাদক রাসেলের নেতৃত্ব, বাজার চা ব্যবসায়ীর , আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি মহিলা কলেজ, বড়দল কলেজিয়েট স্কুল, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, স্বাধীনতা শিক্ষক পরিষদ, মটর সাইকেল চালক সমিতি, ইতিবাক মালিক সমিতি, সহ-সভাপতি উত্তম সরকার, শশী দাশ ও সেক্রেটারী নিমাই সরকারের নেতৃত্বে বাংলাদেশ দলিত পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে ইউএনও মীর আলিফ রেজার সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের পরিচালনায় মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকালে আশাশুনি ফুটবল মাঠে মুজিববর্ষ উদযাপন পরিষদের আহবায়ক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু ও মুজিববর্ষ উদযাপন পরিষদের সদস্য যুবলীগ নেতা পরেশ অধিকারী, তৈবার রহমান, আক্তারুজ্জামান ও উজ্জল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সার্কাস অনুষ্ঠিত হয়। এছাড়া আশাশুনি ব্লাড ক্লাবের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
ক্যাপশান-আশাশুনিতে মহান বিজয় দিবসে স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন করছেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি, সেক্রেটারী, ইউএনও ও ওসি।