কুড়িগ্রামের সীমান্তে পিস্তল,গুলি ও মাদক উদ্ধার
আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা সীমান্তের একটি বাড়ি থেকে একটি দেশী পিস্তল, চার রাউন্ড গুলি, ৪৩৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও আট কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অনন্তপুর ক্যাম্পের সহযোগিতায় লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের হাবিলদার রফিকের নের্তৃত্বে বৃস্পতিবার দিবাগত রাত ২ টায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৭ এর সাব পিলার ৫ এস থেকে বাংলাদেশের অভ্যান্তরে পশ্চিম রামখানা মিস্ত্রিটারী এলাকায় মাদক চোরাকারবারী ফজলে রহমানের বাড়ীতে অভিযান চালানো হয়।
অভিযানে ফজলে রহমানের বাড়ী থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি দেশীয় পিস্তল, ৪৩৪ পিস ইয়াবা ও ৮ কেজি গাঁজা জব্দ করে কাশিপুর ক্যাম্পে নিয়ে আসা হয়। ফজলে রহমান ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। এসময় কাউকে আটক করা যায়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির সবাই পালিয়ে যায়।
লালমনিরহাট ১৫ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল
এস এম তৌহিদুল আলম আরটিভি অনলাইনকে এসব মাদক ও গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক চোরাকারবারী ফজলে রহমানের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।