হাটহাজারীতে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু
সুমন পল্লব, হাটহাজারী, চট্টগ্রাম : ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২১ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্বাবধানে মাসব্যাপী অনুর্ধ্ব ১৬ বছরের বালকদের ফুটবল প্রশিক্ষণ হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে।
হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর এর সঞ্চালনায় জেলা ক্রীড়া অফিসার জনাব মনোরঞ্জন দে এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন হাটহাজারী পাবর্তী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবু সরওয়ার চৌধুরী, অতিঃ সাধারণ সম্পাদক সাহেদুর হক খোকন, কার্যনির্বাহী সদস্য শাহেদুল আলম শাহীন, তোফাজ্জ্বল হোসেন ফোরকান, মোহাম্মদ রাশেদ, সিরাজদ্দৌলা মেহেদী, ইঞ্জিনিয়ার মুহিবুল হক (মুহিব), খেলোয়াড় সমিতি সভাপতি সেলিম চৌধুরী মানিক, সাধারণ সম্পাদক এম.এ ছালাম, উপসহ সভাপতি মোঃ রফিকুল আলম, স্পোটর্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হোসেন মেহেদী, মঞ্জু, আবুল বশর, আব্দুর রহিম, মুন্না সহ প্রমুখ।