ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৩৫ অপরাহ্ন

অসহায়-ছিন্নমূল রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে হাসি ফোটানো চেষ্টা সংগঠন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 24, 2023 - 11:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 110 বার

নিজস্ব প্রতিবেদক : প্রায় শাতাধিকের ও বেশি অসহায় ছিন্নমূল ও রোজাদার মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে হাসি ফোটানো চেষ্টা সংগঠন।

শুক্রবার (২৪ মার্চ) হাসি ফোটানো চেষ্টা সংগঠনের পক্ষ থেকে এই ইফতার বিতরণ করা হয়। সংগঠনটির উদ্দোক্তা মো: রাজু আহমেদ শাওন এসব তথ্য নিচ্শিত করেছন।

তিনি বলেন, প্রায় শাতাধিকের ও বেশি অসহায় ছিন্নমূল ও রোজাদার মানুষের মধ্যে আমরা ইফতার বিতরণ করেছি।

এসময় উপস্থিত ছিলেন- হাসি ফোটানো চেষ্টা সংগঠনের মো. মামুম, লিটন, সালম, কাদের, রবিউল, শান্ত, জাকির প্রমুখ।