ধর্মপাশায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,স্বাধীনতা দিবস উদযাপন
ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
আজ (২৬মার্চ) রোববার সকাল সাড়ে আটটার দিকে ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন জাতীয় পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। এর পূর্বে সূর্য্যদয়ের সাথে সাথে শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পার্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে সকাল ১০টার দিকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের ৭৭ জনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ, অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, মুক্তিযোদ্ধা এটিএম নাজিম উদ্দিন আল আজাদ, সুলতান মজুমদার, সিদ্দিকুর রহমান প্রমুখ।