ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 27, 2024 - 3:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 5 বার

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড় ঘটিকায় পার্বতীপুর-বদরগঞ্জ সড়কের ঝেল্লার মোড়ে একটি কাভার্ডভ্যান এর ধাক্কায় মোটরসাইকেল চালক স্বামী-স্ত্রী নিহত হন।

স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় পার্বতীপুর-রংপুর মহাসড়কের ঝেল্লার মোড়ে পৌঁছালে রংপুরের দিক থেকে আসা ডিম বোঝাই একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী তানভির ইসলাম মোহন (২৫) নিহত হন ও তাজমিন আক্তার (১৯) কে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর থানা সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে বদরগঞ্জে যাবার পথে ঝেল্লার মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আশা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান, মোটরসাইকেলটিকে সজোরে ধাঁক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।
দুর্ঘটনার বিষয়ে পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, “এই দুর্ঘটনায় পিকআপ ও বাইক থানা হেফাজতে আছে।

পিকআপ চালক পলাতক রয়েছে। শুরতহাল শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে”।