ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ৪:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সোনাইমুড়ীতে ২০ হাজার পরিবারের পাশে একটিভ ফাউন্ডেশন গ্রুপ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 3, 2023 - 1:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার

আবু বকর ছিদ্দিক সোনাইমুড়ী (নোয়াখালী) থেকেঃআসন্ন মাহে রমজান উপলক্ষ্যে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত ২০ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২ এপ্রিল) দিনব্যাপী একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে একটিভ গ্রুপ ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির এই ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

সরেজমিনে দেখা যায়, মাহে রমজান উপলক্ষ্যে চাটখিল-সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ হাজার দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল, ডাল, তেল, খেজুর, দুধ, চিনিসহ বিভিন্ন ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির দৈনিক নবোদয়কে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। তার অংশ হিসেবে আমার নিজ এলাকার ২০ হাজার অসহায় মানুষকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছি। অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে আমার এ ক্ষুদ্র আয়োজন।সোনাইমুড়ী পৌরসভার দরিদ্র অসহায় মানুষের মধ্যে কার্যক্রম অব্যাহত থাকবে পর্যায়ক্রমে বাকী সকল ইউনিয়ন ও ওয়ার্ডে তা অতি অল্প সময়ের মধ্যে বিতরণ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ প ম বাবুল বাবু, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ভিপি বাহার, সোনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী, সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, যুগ্মসাধারণ সম্পাদক বাবুল বাবু, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী আরো অনেকে উপস্থিত ছিলেন।