হাতীবান্ধায় ৬১ বিজিবির ইফতার সামগ্রী বিতরণ
লালমনিরহাট : সারাদেশে বিজিবি কর্তৃক মাসব্যাপী ইফতার বিতরনের অংশ হিসেবে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) উদ্যোগে গরীব ও দুস্থ ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তিস্তা ব্যারাজ প্রকল্পের আনসার ও পুলিশ চেক পোষ্টের সামনের মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম মাহবুবুল আলম খান, বিজিবিএম আর্টিলারী ও অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো: নাজমুস সাকিবসহ ৬১ বিজিবির ব্যাটালিয়নের উধ্বর্তন কর্মকর্তাসহ বিজিবির সদস্যগণ। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধিজন উপস্থিত ছিলেন।