মক্কা চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- সৌদি আরবের মক্কায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি ও সুস্থতা কামনা করে চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মক্কা নগরীর জিহাদ রোড়ের একটি হোটেলের হল রুমে চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম নজরুল কবির রুবেলের সঞ্চলনায় শুরুতে কোরাআন তেলওয়াত করেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দিন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন পবিত্র ওমরাহ হজ্ব পালনে আসা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান।
ইফতার মাহফিলে প্রধান বক্তাঃ ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপি আহবায়ক আলহাজ্ব জহির আহমেদ।
বিশেষ অতিথি মক্কা প্রাদেশিক বিএনপি যুগ্ম আহবায়ক কামাল খান, লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব সাবেক সভাপতি মুহাম্মদ কুতুব উদ্দিন, চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম মক্কা সহ-সভাপতি সাবের আহমদ।
বক্তব্য রাখেন কমিটি মক্কা প্রাদেশিক বিএনপি আহবায়ক কমিটি সদস্য কামাল উদ্দিন, মক্কা প্রাদেশিক বিএনপি আহবায়ক কমিটি সদস্য সাইফুল ইসলাম, মক্কা প্রাদেশিক যুবদল সহ-সভাপতি বেলাল উদ্দিন ও চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবদুল করিম প্রমুখ। এছাড়াও এ ইফতার ও দোয়া মাহফিলে চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম মক্কা বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে অবিলম্বে মুক্তি ও গ্যাস-বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা বাস্তবায়নের দাবি জানান।