ইতালির ভেনিসে আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির আয়োজনে ইফতার
জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ : ইতালির ভেনিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলা আবদুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । ভেনিসের মেস্রে বায়তুল মা মুর কেন্দ্রীয় জামে মসজিদে প্রায় ৭ শতাধিক মুসুল্লি এতে অংশ গ্রহণ করেন। সে সময় উপস্থিত ছিলেন রফিকুল বারী , আব্বাস আলী ,
মোহাম্মদ আলী , টিপু চৌধুরী , তাজুল ইসলাম , ফখরুল চৌধুরী , আমির হোসেন , বিল্লাল কারী , আব্দুল কাইয়ুম , বুলবুল আহমেদ , জিয়াউর রহমান , সোহেল রানা , ওয়ার্ড কাউন্সিলর আফাই আলী , আল আমিন , বশির আহমেদ৷, বিল্লাল রাশিদ প্রমূখ । ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম আব্দুল আজিজ । সে সময় দেশ ও মুসলিম উম্মাহর জন্য দেয়া করা হয়।