পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের দূর্মর বাংলাদেশ এর ঈদ উপহার
চট্টগ্রাম: মানবিক সংগঠন দূর্মর বাংলাদেশ এর আয়োজনে “ওদের মুখের হাসি থাকুক অমলিন ” এই স্লোগানে গত ২০ এপ্রিল ২৩ ইং রোজ বৃহস্পতিবার, নগরীর বায়েজিদ বোস্তামী শের শাহ চিলড্রেন কেয়ার গ্রামার স্কুল প্রাঙ্গনে, ছিন্ন মূল অসহায় সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ
ঈদ উপহার বিতরণ-২৩ ইং কর্মসূচী পালিত হয়। এস এম আনিসুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন মোহনা টিভি চট্টগ্রাম জেলা ইনচার্জ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলী আহমেদ শাহীন, ফকির পাড়া জামে মসজিদ এর সম্মানিত পেশ ইমাম হাফেজ মাও. জাফর আলম, বায়েজিদ থানার পরিদর্শক খোরশেদ আলম, হাফেজ আলমগীর রেজা কাদ্বেরী, আওয়াজ খান শাহীন, ইসমাত আরা বেগম, মো: হালিম, বারেক, মাহফুজ ইসলাম ফাহাদ, আবু রায়হান, আরামান হোসেন, জুয়েল হোসেন, রহুল আমিন, মামুন প্রমুখ।
উক্ত কর্মসূচীতে বক্তারা দূর্মর বাংলাদেশ এর ভূয়সী প্রশংসা করেন। সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সকল বৃওবানদের এগিয়ে আসার আহ্বান করেন। ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত অসম্প্রদায়িক সোনার বাংলা গঠনে তরুণ প্রজন্মকে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।ঈদের স্বার্গীয় বার্তা সবার মাঝে ছড়িয়ে পড়ুক সেই আশাবাদ ব্যক্ত করেন।পরিশেষে শতাধিক শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়।