ঝালকাঠির রাজাপুরে জেলেদের মাঝে গরু, ছাগল ও জাল বিতরণ
কঞ্জন কান্তি চক্রবর্তী , ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে মৎসজীবীদের মধ্যে বকনা গরু, ছাগল ও জাল বিতরণ করা হয়েছে। বুধবার (১০ মে) বিকাল ৪ টায় রাজাপুর উপজেলা পরিষদ চত্বরে গরু,ছাগল ও জাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর রাজাপুরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত জাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ২০ জন জেলের মাঝে জনপ্রতি একটি করে বকনা গরু, ২০ জনের মাঝে জনপ্রতি দুইটি করে ছাগল, এক বস্তা ছাগলের খাবার ও একটি করে ছাগলের খোঁয়ার এবং ৪০ জন জেলের মাঝে মাছ শিকারের বৈধ জাল বিতরণ করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, এমএফও মোঃ মাহমুদুল হাসান সহ সুফলভোগী জেলেরা উপস্থিত ছিলেন।