ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ী‌তে বি‌ভিন্ন উন্নয়ন মূলক কা‌জ পরিদর্শ‌ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 10, 2023 - 5:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 85 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (‌দিনাজপুর) প্র‌তি‌নি‌ধি:দিনাজপু‌রের ফুলবাড়ী‌তে বি‌ভিন্ন উন্নয়ন মূলক কাজ প‌রিদর্শন ক‌রে‌ছেন প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রণালয় সম্প‌র্কিত সংসদীয় স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এম‌পি।

বুধবার সকাল ১১টায় উপ‌জেলার ৫নং খ‌য়েরবা‌ড়ি ইউ‌নিয়‌নের ল‌ক্ষ্মিপুর থেকে কুর্শাখালী নব‌নি‌র্মিত সড়‌ক প‌রিদর্শন ক‌রেন তিনি।

এসময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, খয়েরবা‌ড়ি ইউ‌পি চেয়ারম্যান এনামুল হ‌ক, ই‌উ‌পি চেয়ারম্যান শাহ মো. আ. কুদ্দুস, ইউ‌পি চেয়ারম্যান মা‌নিক রতন, উপ‌জেলা আওয়ামী লী‌গের সাংগাঠ‌নিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক গোষ্ট মোহন প্রমুখ।
এর আ‌গে উপ‌জেলার ৭নং শিবনগর ইউ‌নিয়‌নের চককবির গ্রা‌মে রাস্তা পাকা করণ কা‌জের উ‌দ্বোধন ক‌রেন। এসময় ইউ‌নিয়ন আওয়ামী লী‌গ ও অঙ্গ সহযোগি সংগঠ‌নের বিভিন্ন স্ত‌রের নেতা কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।