ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরাণীগঞ্জে ৪৭ কেজি গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 11, 2023 - 4:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 124 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :ঢাকা কেরানীগঞ্জে ৪৭ কেজি গাঁজা সহ ৭মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১o গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হছে নাম হাসিব ওরফে মোয়াজ (২৭), মোঃ সজিব (২৪), মোঃ বাবু (২৮), মোঃ ইলিয়াস (২৫), মোঃ শুভ হোসেন (২০), মোঃ শহিদুল ইসলাম (২৪) ও মোঃ ইয়াসিন (১৯)। র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এক প্রেস ব্রিফিংয়ে আজবিকলেএতথ্যটি জানান।

প্রেস ব্রিফিং সুত্রে আরো জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব-১০ এর একটি অভিযানিকদল শাক্তা ইউনিয়নের ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের ৪৭ কেজি গাঁজাসহ ওই ৭ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ০৬টি মোবাইল ফোন ও নগদ ১,২২০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।