ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ৭:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মধ্যনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষককে নগদ ২৫ হাজার টাকা সহায়তা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 11, 2023 - 4:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষককে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। আজ (১১মে) বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ক্ষতিগ্রস্থ কৃষক নিবারণ সরকারের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ হাসান খান।

জানা যায়, আজ (১১মে) বৃহস্পতিবার আনুমানিক বেলা ১১টার দিকে মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের জমশেরপুর গ্রামের কৃষক নিবারণ সরকারের বাড়িতে বসতঘর, ঘরে থাকা গোলার ধান, নগদ টাকাসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিবারণ সরকার ঐ গ্রামের রঘুমন সরকারের ছেলে।

তবে স্থানীয় লোকজন আগুন দেখে দৌড়ে এসে গ্রামীণ সরঞ্জামাদি বালতি, মগ, কলসি ইত্যাদি দ্বারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের কোন বাড়িতে আগুন ছড়াতে পারেনি এবং আগুন লাগার সুত্রপাৎ এখনো জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বসত ঘরের মালিক নিবারণ সরকার বলেন, আগুন লাইগ্যা আমার বড় ক্ষতি হইয়্যা গেছে। খবর শুইন্যা ইউএনও স্যার আইয়্যা ২৫ হাজার টেহা দিয়া গেছুইন।

মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, অগ্নিকাণ্ডের খবর শোনে স্পটে সরেজমিনে গিয়ে পরিদর্শন করে অগ্নিকাণ্ডের ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক নিবারণ সরকারের হাতে নগদ ২৫ হাজার টাকার সহায়তা তুলে দেওয়া হয়।