ফুলবাড়ীতে নবনির্মিত গার্ডার ব্রীজ ও সংযোগ সড়ক উদ্বোধন
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পরিষদ থেকে সুজাপুর গ্রাম পর্যন্ত ৫শ মিটার সংযোগ সড়ক এবং ছোট যমুনা নদীর উপর ৭৫ মিটার আরসিসি নবনির্মিত গার্ডার ব্রীজ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় নবনির্মিত সংযোগ সড়ক ও সেতু উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০১৭-২০১৮ অর্থ বছরের তিন কোটি ৫৩ লাখ ৮৬ হাজার ৬৭০ টাকা ব্যায়ে ছোট যমুনা নদীর উপর গার্ডার ব্রীজ ও সংযোগ সড়কটি নির্মান করা হয়।
উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখেন তিনি।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী(এলজিইডি) মিজানুর রহমান সরদার,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ আব্দুল কুদুস,ইউপি চেয়ারম্যান এনামুল হক,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি উপাধক্ষ্য মিজানুর রহমান প্রমুখ।