ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, May 16, 2023 - 8:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 39 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আলিফ বাবু (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় বাড়ীর পাশে একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
আলিফ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামের মোহিদুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ এপ্রিল) আলিফ বাবু দুপুর পর্যন্ত বাড়ী না ফেরায়,তাকে খুঁজতে বের হয় বাড়ীর লোকজন। গ্রামের কোথাও তাকে খুঁজে না পেয়ে পুকুরে গোসল করতে নেমেছিল কিনা এমন সন্দেহে, পুকুরের পানিতে জাল ফেলে খুঁজতে থাকে। এসময় জালে আটকে আলিফ বাবুকে পাওয়া যায়।

তাকে উদ্ধার করে দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলিফ বাবুর চাচা মোস্তাকিম বলেন, আলিফ প্রতিদিনের মতো সকালে বাড়ী থেকে বের হয়ে দুপুর পর্যন্ত বাড়ী না ফেরায়, তাকে খুঁজতে খুঁজতে এক সময় পুকুরে জাল ফেলে তাকে পাওয়া যায়। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,মরদেহ সুরাতহাল চলছে। কারো কেনো অভিযোগ না থাকলে,উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।