ফুলবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:“তামাক নয়, খাদ্য ফলান”এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে সচেতনতা মুলক বণঢ্য র্যালী বের করা হয়।
র্যালী শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,ইউপি চেয়ারম্যান উপাধক্ষ শাহ মো.আব্দুল কুদ্দস,ইউপি চেয়ারম্যান মানিক রতন,ইউপি চেয়ারম্যান এনামুল হক,ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।