ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিয়ামতপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইনের ইন্তেকাল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, June 1, 2023 - 1:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 60 বার

নিয়ামতপুর (নওগঁা) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ১ জুন ভোর সাড়ে ৪.৪০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, একপুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, বার্ধক্য ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত আইয়ুব হোসাইন মন্ডল বেশ কিছুদিন চিকিৎসা নিচ্ছিলেন।
প্রয়াত এই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, ভাবিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
বৃহস্পতিবার ১ জুন বিকেল সাড়ে ৫টায় মরহুমের নিজ গ্রাম আমইল উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
জানাজায় নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, নওগঁা জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, সরকার কামাল হোসেনসহ অনেকেই অংশ নেন