সোনাহাট সেতু পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব
আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি : কুড়িগ্রাম ভূরুঙ্গামারী তে দুধকুমর নদের উপর নির্মিত সোনাহাট সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জনাব এ বি এম আমিন উল্লাহ নুরী।
শুক্রবার বিকেল ৫ টার দিকে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত দুধকুমর নদের উপর নির্মিত সোনাহাট সেতুর নির্মাণ কাজ ও সোনাহাট স্থলবন্দর সড়ক ৪ লেনে উন্নীতকরন প্রকল্প পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জনাব এ বি এম আমিন উল্লাহ নুরী।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহি অফিসার দীপক কুমার দেব শর্মা তাকে ফুলেল শুভেচছা জানান। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, সোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়নুল ইসলাম লিটন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সচিবের একান্ত কর্মকর্তা মোজাহার উল আলম প্রমুখ। সোনাহাট সেতু পরিদর্শন শেষে সচিব মহদোয় সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেন।