কুবিসাস ও চবিসাসের মতবিনিময় সভা
তুষার ইমরান, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্যদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন (শনিবার) কুবিসাসের সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের সঞ্চালনায় বিকেল চারটায় কুবিসাস কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান বলেন, ‘প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা একটি পরিবারের মতো। আমাদের পরিবারের কেউ আক্রান্ত হলে, আঘাত পেলে যেমন আমরা ব্যথিত হয় ঠিক একই রকম কোন ক্যাম্পাসে সাংবাদিক হেনস্তা হলে আমরা আঘাত পাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমাদের অনুরোধ থাকবে যারা সাংবাদিক হেনস্তা ও সাংবাদিক সমিতির কার্যালয় ভাঙচুর করেছে তাদের বিচারের সম্মুখীন করা হোক। দ্র“ত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হোক।’
কুবিসাসের সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের কথা গুলো সাংবাদিকেরা তুলে ধরে। দীর্ঘসময় ধরে ক্যাম্পাস গুলোতে অপরাজনীতির দর“ন ছাত্র সংসদ বিলুপ্ত। এতে সাধারণ শিক্ষার্থীদের কথা বলার জায়গা বন্ধ হয়ে গেছে। সাংবাদিকরা সাধারণ শিক্ষার্থীদের অব্যক্ত কথাগুলো তুলে ধরতে গিয়ে অনেক সময় ক্ষমতাসীন দলের কর্মীদের হাতে হেনস্তা হয় যা বিশ্ববিদ্যালয় গুলোতে নৈরাজ্য সৃষ্টি করে।’
পরবর্তীতে উভয় সংগঠনের নেতৃবৃন্দ যেকোন সমস্যায় পরস্পর পাশে থাকার আশ্বাস দেন।