পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার ভারতে মৃত্যু!
মু,হেলাল আহম্মেদ(রিপন), পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন ভারতের উত্তরাখণ্ড প্রদেশের মিশৌরীতে মিড ক্যারিয়ার প্রশিক্ষণে থাকা অবস্থায় মারা গেছেন ।
বাউফল উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কিভাবে মারা গিয়েছেন তা এখনও জানা যায়নি।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন বরগুনা জেলার আমতলি উপজেলার চুনাখালী গ্রামের সন্তান বলে জানা যায়।