কাপ্তাইয়ে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের উঠান বৈঠক
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- রাঙামাটি জেলা কৃষি তথ্য সার্ভিস এর আয়োজনে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের মুরালীপাড়ায় ‘কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র’ এর উঠান বৈঠক শনিবার (১৭ জুন) সকালে অনুষ্ঠিত হয়। এতে ৬০জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেছে।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তপন কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি জেলার উপপরিচালক কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান এবং কৃষি তথ্য সার্ভিস, রাঙ্গামাটি অঞ্চলের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ মিস্ত্রী।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট কৃষি ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে কৃষকদের মাঝে বিতরণকৃত বিভিন্ন ধরণের ডিজিটাল ডিভাইস ও সরঞ্জামাদি ব্যবহারের মাধ্যমে দক্ষ কৃষক গ্রুপ গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা জানান।