ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৫:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মদিনায় হজ্ব গিয়ে নিখোঁজ লোহাগাড়ার নুরুল আমিন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, June 17, 2023 - 4:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 58 বার

খলিল চৌধুরী,সৌদি আরব প্রতিনিধি-সৌদি আরবের মদিনায় চলতি বছরের পবিত্র হজ্ব পালন করতে গিয়ে চট্টগ্রামের লোহাগাড়ার নুরুল আমিন নামে এক বাংলাদেশি হজ্ব যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

হজ্ব যাত্রী নুরুল আমিন এর গ্রামের বাড়ির প্রতিবেশি ও লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব কার্যনির্বাহী সদস্য সৌদি-প্রবাসী মোঃ নাছির উদ্দিন জানান, গত ১৫ জুন বৃহস্পতিবার বিসমিল্লাহ ট্র্যভেল এজেন্সির মাধ্যমে চট্টগ্রাম শাহ আমানত এয়ারপোর্টে থেকে হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আসেন।

মদিনা মনোয়ারা রওসুলের রওজা মোবারক জেয়ারতে আসেন।
আজ ১৭ জুন হোটেল থেকে মদিনা হেরামে ফজর নামাজ পড়তে গেলেও এ গ্রুপের সবাই হোটেলে ফিরলেও নুরুল আমিন নামে এ হজ্ব যাত্রী এখনও ফিরেনি।

হজ্ব যাত্রী নুরুল আমিন এর গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন আমিরাবাদ ইউনিয়নের ১নং ওর্য়াড় রাজঘাটা গোলামনবী হাজ্বী বাড়ির বাসিন্দা।

আবু আনোয়ার
0546843238/// 0576370819

মোঃ নাছির উদ্দিন-
055768569
বাংলাদেশ এর নম্বর 0088-01817-740462