ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১০:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

লালমনিরহাটে তিস্তা নদীর পানি ৫ সে: মি: উপর দিয়ে প্রবাহিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 19, 2023 - 10:44 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 30 বার

লালমনিরহাট :কয়েক দিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে নদীর ভাটিতে থাকা হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের নদীতীরবতী নিম্নাঞ্চলগুলোয় পানি প্রবেশ করতে শুরু করেছে। এরই মধ্যে আদিতমারী উপজেলার মহিষখোচা, সদর উপজেলার রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। তিস্তার চরসহ নিম্নাঞ্চলে আবাদ করা বাদাম, পাট, সবজিসহ মৌসুমি ফসলগুলো ডুবে গেছে।

জেলা প্রশাসন জানিয়েছেন, তিস্তায় পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নিচু এলাকায় পানি ঢুকছে। আমরা সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে সবশেষ খবর রাখতে বলেছি। বন্যায় ক্ষতিগ্রস্ত হলে সহায়তা দেওয়া হবে। জরুরি যেকোন পরিস্থিতি মোকাবিলায় সজাগ রয়েছি।