ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 19, 2023 - 2:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 211 বার

লিয়াকত হোসেন রাজশাহী:রাজশাহী পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোহনপুর হাজামপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে শামিম কসাই (৫০) এর বিরুদ্ধে স্ত্রীকে স্বীকৃতি না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সরজমিনে শামিম কসায়ের বাড়িতে গিয়ে এর সত্যতা মিলেছে। সরজমিনে গিয়ে দেখা যায়, শামিম আহমেদ তার বসত ঘরে তালা মেরে পালিয়েছে। ভুক্তভোগী শিমা বেগম (৪৫) বান্দায় চেয়ারে বসে কান্না করছে।

ভুক্তভোগী সীমা বেগম রাজশাহী নগরীর মতিহার থানাধীন মির্জাপুর পশ্চিম পাড়া (পুলিশ ফাঁড়ি) এলাকার মৃত আব্দুল মালেকের মেয়ে।

শামিম শুধু একাই না তার বসত ঘরে শশুর বাড়ির লোকেরা রান্নাঘরেও তালা মেরে রেখেছে বলেন সিমা বেগম।

অভিযোগ সুত্রে যানা যায়, রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মোহনপুর (হাজামপাড়া) এলাকার আব্দুর রহমানের ছেলে শামীম কসাইয়ের সাথে রাজশাহী নগরীর মতিহার থানাধীন রাসিক ৩০ নং ওয়ার্ডের মির্জাপুর এলাকার সীমা বেগমের সাথে দীর্ঘ এক বছর যাবত প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে গরিয়েছে।

গত তিন মাস আগে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) আব্দুল খালেক এর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

মাঝখানে পারিবারিক কলহের জেরে গত তিনদিন আগে স্বামীর বাড়ি থেকে ফুফাতো ভাই হিরার বাড়িতে অবস্থান নেন।
এরপর থেকে শামীম যোগাযোগ বন্ধ করে দেন। গত রবিবার ১৮ তারিখ দিবাগত রাতে রব তুলে সিমাকে তালাক দিয়েছি। তবে কোন প্রমান পত্র দেখা পারেনি শামিম।

স্থানীয়রা বলেন, নানা তালবাহানা করছে শামিম। প্রথমে বলেছে বিয়ে করিনি তাই
ঘরে উঠতে দিবো না, বিধায় ঘরে তালা মেরে রেখেছি। পরবর্তীতে ৯৯৯ থেকে ফোন পেয়ে কাটাখালি থানা পুলিশ শামিমের বাসায় গেলে শামিম বিয়ের কথা স্বিকার করেন এবং সিমাকে তালাক দেওয়া হয়েছে বলে জানান। তবে পোস্ট অফিসের রশিদ দেখাতে ব্যার্থ হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ এই প্রতারক শামীম গত এক বছরে ব্যবসায় কাজে লাগানো কথা বলে গরু কেনার নাম করে ৫ (পাঁচ লক্ষ) লক্ষ টাকার মত আত্মসাৎ করেছেন।

তিনি আরো অভিযোগ করে বলেন এই শামীম আরো অন্যান্য নারীদের সাথে নিয়মিত সম্পর্ক রেখে যাচ্ছেন।

ভুক্তভোগী সীমা বেগম আরো বলেন, আমি আমার নিজের দুই সন্তানের হক নষ্ট করে এই শামীমের কাছে চলে এসেছিলাম আমি এখন ছেলেদের বাড়িতে যেতে পারছি না। শ্বশুর বাড়িতেও থাকতে পারছি না তাহলে আমি কোথায় যাবো বলে হাউ মাউ করে কাঁদতে থাকে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শামিমের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কাটাখালী থানার তদন্ত ওসি আব্দুর রাজ্জাক বলেন, থানায় অভিযোগ হয়েছে এ বিষয়ে আমি আগে থেকে অবগত ৯৯৯ এর ফোনের মাধ্যমে। এ বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।