ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বগুড়া ধুনট কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 19, 2023 - 6:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 118 বার
ধুনট (বগুড়া) প্রতিনিধি:বগুড়া জেলার ধুনটে উপজেলা কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২০২৪ মৌসুমে প্রণোদনা ও কৃষি  পুনর্বাসন  কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  ৯৬০জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে  বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ঘটিকার সময় উপজেলা কৃৃষি অফিস মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জানে আলমের সভাপতিত্বে বিনামূল্যে  বীজ ও সার বিতরণের  অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, পৌর মেয়র এজিএম বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা কৃৃষি অফিসার আসাদুজ্জামান ,
উপজেলা আওয়ামী লীগের  সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, কৃৃষি সম্প্রসারণ অফিসার নুর নাহার। এছাড়া অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জাহিদ, জুয়েল, সাজেদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শামীম, বিপ্লব, উপজেলা যুবলীগের  সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক সহ স্থানীয়  নেতৃবৃন্দ।