তানোরে শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন পাঁচন্দর ইউপি
সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহী তানোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে পাঁচন্দর ইউপির ফুটবল টিম।
চলতি মাসের ১৮ (জুন) রবিবার তানোর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
ফুটবল টুর্নামেন্টে তানোর উপজেলার ২ টি পৌরসভা ও ৭ টি ইউপির মোট ৯ টি ফুটবল টিম অংশগ্রহণ করেছিলো এবং ফাইনালে যান চান্দুরিয়া ইউপি ও পাঁচন্দর ইউপি।
চলতি মাসের ২২ জুন বিকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলায় পাঁচন্দর ও চান্দুরিয়া ইউপির মধ্যে এক এক গোলে ড্র হলে খেলা ট্রাইবিকারে গড়াই এবং ট্রাইবিকারে পাঁচন্দর ইউপি চ্যাম্পিয়ন হয়েছে।
চ্যাম্পিয়ন পাঁচন্দর ইউপি ফুটবল টিমের হাতে ট্রফি তুলে দেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন তানোর সহকারী ভূমি কমিশনার আবিদা সিফাত।তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া।উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন সহ তানোর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় খেলায় অংশগ্রহণকারী পাঁচন্দর ও চান্দুরিয়া ইউপির সব খেলোয়ারকে মেডেল পরিয়ে দেন অতিথিবৃন্দরা।