ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৭:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কাপ্তাইয়ে পাড়া কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের মাঝে পোশাক সরবরাহ।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 3, 2023 - 7:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 41 বার

অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:– ২০২২-২৩ অর্থ বছরের ইউনিয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ৫নং ওয়াগ্গা ইউনিয়ন এর পাড়া কেন্দ্রের ৪০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে পোশাক সরবরাহ করা হয়েছে। সোমবার (৩ জুলাই) বেলা ১২ টায় কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই পোশাক সরবরাহ বিতরণ করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পোশাক বিতরণ করেন। এসময় ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ইউপি সদস্য অমল দে সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।

এদিকে পাড়াকেন্দ্রের এই ৪০ জন ক্ষুদে শিক্ষার্থী নতুন স্কুল এর পোশাক পেয়ে তাদের চোখে মুখে ফুটেছে হাসি। এছাড়া এমন মহৎ উদ্যোগে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীদের অভিভাবকরা।