ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১০:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কৃষি জমি ধ্বংস করে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 4, 2023 - 6:39 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 117 বার

সোহানুল হক পারভেজ, (রাজশাহী) : রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের (ইউপি) বাঁকাপুর বিলে নীতিমালা লঙ্ঘন ও তিনফসলী জমি ধ্বংস করে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ উঠেছে। দিনরাত সমানে অবৈধ ইটভাটার নির্মাণ কাজ করা হলেও অজ্ঞাত কারণে প্রশাসন নির্বিকার। এ ঘটনায় কৃষকদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।স্থানীয়রা বলছে, বিএনপির সাবেক এমপির কাছে থেকে ক্ষমতাসীন দলের একশ্রেণীর প্রভাবশালী নেতা আর্থিক সুবিধা নিয়ে অবৈধ ইটভাটা করতে সহায়তা করছে। অথচ এভাবে নির্বিচারে তিন ফসলি জমি ধ্বংস করায় সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগের চরম ইমেজ সঙ্কট সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।কৃষকেরা বলছে, এলাকায় শিল্প কারখানা হোক সেটা তারাও চাই, তবে (ভাতের থালায় লাথি মেরে নয়) তিন ফসলি জমি ধ্বংস করে নয়। এক ফসলি বা অনাবাদি জমিতে করা হোক।
সংশ্লিষ্ট সুত্র জানায়, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের জারি করা পরিপত্র (২০ অক্টোবর ২০০৩) অনুযায়ী ইট ভাটায় ১২০ ফুট উঁচু চিমনি স্থাপন বাধ্যতামুলক। এছাড়াও ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন (৪ ধারার ৫ উপ-ধারা) অনুযায়ী আবাসিক
এলাকা, উপজেলা সদর ও ফল বাগানের আশপাশের ৩ কিলোমিটার এলাকার মধ্যে ইটভাটা স্থাপন সম্পূর্ণ অবৈধ। এছাড়াও ভূমি আইন-২০২৩ ফসলি ও উঁচু জমির মাটি কাটা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয়রা অবৈধ এই ভাটার নির্মাণ কাজ বন্ধে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। কৃষক রুস্তম আলী, জসিম, সজল ও আকতার বলেন, অবৈধ ইটভাটা নির্মাণ বন্ধ না হলে, ইদের পর কৃষি জমি রক্ষায় তারা মানববন্ধনসহ নানা কর্মসূচি গ্রহণ করবেন।
সচেতন মহলের ভাষ্য, দেশের প্রধানমন্ত্রী ও উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে এক ছটাক কৃষি জমি নষ্ট করা যাবে না। সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে বিএনপির দায়িত্বশীল নেতা কি ক্ষমতার জোরে কৃষি জমি ধ্বংস করছে। তাহলে এরা কি প্রধানমন্ত্রীর থেকেও শক্তিশালী এমন প্রশ্ন সংশ্লিষ্ট এলাকাবাসি। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষি জমি ধ্বংসের প্রভাব পড়বে বলে মনে করছেন তৃণমুলের নেতাকর্মীরা। অন্যদিকে খাদ্য ঘাটতি ও গবাদিপশুর চারনভুমি সঙ্কটে সাধারণ মানুষের জীবন ধারণে বিরুপ প্রভাব পড়বে, এর দায় নিবে কে ? তারা দ্রুত অবৈধ ইটভাটা বন্ধ, ফসলি জমি রক্ষা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
সরেজমিন দেখা গেছে, ফসলি জমির ধান নষ্ট করে ইটভাটার নির্মাণ কাজ করা হচ্ছে। এসময় কথা হয় নির্মাণকাজ দেখভালের দায়িত্বে থাকা আব্দুল কাইয়ুমের সঙ্গে। তিনি বলেন, বিএনপির সাবেক সাংসদ হারুনুর রশিদ হারুন এটা নির্মাণ করছেন তিনি বলেন, ভাটা করার কথা তবে অটো রাইসমিল করারও পরিকল্পনা আছে। এবিষয়ে ভারশোঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, এলাকার কৃষকেরা তাকে বিষয়টি অবগত করেছেন, তবে এটা তো তার বন্ধ করা সম্ভব নয়, এটা উপজেলা প্রশাসনের বিষয়। এবিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলা আঞ্জুমান বানুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল গ্রহণ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।#