ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূল্লীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 6, 2023 - 11:38 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ভূল্লী থানার নবাগত ওসি মো. দুলাল উদ্দীনের সঙ্গে ভূল্লী প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ জুলাই) রাত ৮টায় ওসির কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো. দুলাল উদ্দীন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।

মতবিনিময় আলোচনা সভায় ভূল্লী প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সুজন আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভূল্লী প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- ভূল্লী থানার সেকেন্ড অফিসার বিদ্যুৎ কুমার মজুমদার, ভূল্লী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসিফ কামাল, প্রেস ক্লাব সদস্য ফাহিম ইসলাম, ওমর ফারুক, বেলাল, আবু সাঈদ, শাহিন আলম, লিলিমা রানী প্রমুখ।