ঝালকাঠির রাজাপুরে ধ্রুবতারা’র উদ্যোগে বৃক্ষরোপণ
কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ঝালকাঠির রাজাপুরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার বিকেলে সংগঠনটির রাজাপুর উপজেলা কমিটির আয়োজনে উপজেলার কৈবর্তখালী এলাকায় আশ্রয়ন প্রকল্পের বসতঘর এলাকায় এ বৃক্ষরোপন করা হয়।
এ সময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এজিএস মো. অলি আহম্মেদ, পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক আহম্মেদ কাওসার দিভু, রাজাপুর উপজেলা কমিটির সভাপতি সাইদুল ইসলাম , সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, আলামিন সুমন, ইমরান ফরাজী সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা রোপণ করেন।