ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পটুয়াখালীর দুমকিতে মেম্বার প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা,কর্মীদের মারধর করার অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 12, 2023 - 3:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 60 বার

মু,হেলাল আহম্মেদ(রিপন), পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার ৫নং শ্রীরামপুর ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী মো: জলিলুর হাওলাদারের (মোরগ) মার্কার নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়ে ২কর্মী সমর্থককে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রতিদ্বন্দি মেম্বার প্রার্থী বিপ্লব আকন ও তার কর্মী সমর্থকরা।

 

এসনয় গুরুতর আহত মোরগ মার্কার কর্মী সাগর পাহলান (২০) ও বারেক পাহলান (৪০)কে সহকর্মীদের সহায়তায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

জানা যায়, গত ৭ জুলাই শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই ওয়ার্ডের পাহলান বাড়ি সংলগ্ন ব্রিজঘাটে এ হামলার ঘটনাটি ঘটে।

 

আহত সাগর পাহলান ও বারেক পাহলানের অভিযোগ, জানা যায়, মেম্বর প্রার্থী জলিলুর রহমানের মোরগ মার্কার নির্বাচনী প্রচারণার আক্রোশে প্রতিদ্বন্দি মেম্বর প্রার্থী বিপ্লব আকন ও তার বড় ভাই জসিম আকন ব্রিজঘাট এলাকায় তাদের ওপর আকস্মিক হামলা চালিয়ে এলোপাথারি পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

 

এসময় তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় মেম্বর প্রার্থী জলিলুর রহমান তার প্রতিপক্ষ বিপ্লব আকনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাঁধা প্রদানসহ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘণের বিচার দাবি করেছেন এবং রিটার্নিং অফিসার ও দুমকি থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ অস্বীকার করে বিপ্লব আকন বলেন, আমরা হামলা করিনি হমলার শিকার হয়েছি। হামলাকারীরা দায় এড়াতে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যে রটাচ্ছে।

 

এ ব্যপারে দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি মো: আবুল বাশার জানান, ভুক্তভোগীদের অভিযোগ পেয়েছি। এছাড়াও তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে আইগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।