ফ্রান্সস্থ সাংবাদিক পরিবারের উদ্যোগে বার্ষিক সমুদ্র ভ্রমণ
জিয়াউল হক জুমন, বিশেষ প্রতিনিধি:ফ্রান্সে বসবাসরত সাংবাদিকদের উদ্যোগে সমুদ্র ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। প্যরিসের উপকণ্ঠ ক্যাথসিমা থেকে রোববার নির্ধারিত সময় সকাল ৯টায় বাস যাত্রা শুরু করে।
প্রবাসের আলো সম্পাদক ওমর ফারুকের সভাপতিত্বে ও এনটিভির ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুনের পরিচালনায় বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আবু তাহির, লুতফুর রহমান বাবু, নয়ন মামুন, আব্দুল্লাহ আল মামুন, শেখ সামিরা, নূরুল আলম মাসুম, রেজাউল করিম, মিজানুর রহমান, গোলাম মোস্তফা ও কাওসার,চৌধুরী মারুফ অমিত,সাইমন মিশুক, নদী ।
ফিকম্প সমুদ্র সৈকতে সাংবাদিক পরিবারের সন্তানদের ক্রিড়া প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা আর পুরুষদের মোরগ যুদ্ধ আয়োজন আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়।
এসময় আয়োজকরা বলেন মেল বন্দন স্থাপন এবং পারিবারিক সম্পৃতি বজায় রাখতে প্রতি বছর বার্ষিক বনভোজনের আয়োজন অনেক ইতিবাচক। অংশগ্রহণকারীরা নিয়ম-শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানান।