ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

থানার ভেতর পরিস্কার-পরিচ্ছনতায় ওসি মিন্টু রহমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 17, 2023 - 9:59 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার

মোঃ নাসিম, স্টাফ রিপোর্টারঃ দায়িত্ব পালনের পাশাপাশি থানার ভেতরের ঝোপ জঙ্গল ওসি নিজহাতেই হাসুয়া দিয়ে পরিস্কার করতে নেমেছেন। রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ওসি মিন্টু রহমান কে থানার ভেতরে থাকা ঝোপ জঙ্গল পরিস্কার করতে দেখা যায়। এসময় থানার অন্যান্য পুলিশ সদস্যদের ও ওসির সাথে ঝোপ জঙ্গল পরিস্কার করতে দেখা যায়।

নাচোল থানার পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান স্যার এখানে গত বছর যোগদানের পর থানা এলাকার চারদিকে ঝোপ জঙ্গল ছিল। থানার ভেতরে ঝোপ জঙ্গল থাকার কারনে রাতে মশার কামড়ে পুলিশ সদস্যদের ডিউটি পালন করতে হিমসিম খেতে হতো। ওসি স্যারের আন্তরিকতায় ঝোপ জঙ্গল পরিস্কার করে থানা কমপাউন্ডের সামনে সবজি চাষ ও মিশ্রয় ফলজ গাছের চারা রোপনে বদলে গেছে নাচোল থানার দৃশ্যপট।

নাচোল থানার এসআই আ.রাজ্জাক বলেন, মিন্টু রহমান স্যার এ থানায় যোগদানের পর থানার দৃশ্য পাল্টে দিয়েছেন। থানায় বৃষ্টির দিনে লাশ রাখতে সমস্যা হত সেই সমস্যা সমাধানে স্যার থানার ভেতর লাশ রাখার ঘর,থানার অবকাঠামো নির্মাণ, থানার পুকুরের সিঁড়িঘাট বাঁধা সহ সৌন্দর্য বর্ধণে নানা কাজ করেছেন।ফতেপুর ইউপি থেকে থানায় সেবা নিতে আসা আলাউদ্দিন হক বলেন, ‘থানার চারদিকে এসময় ঝোপ জঙ্গল ছিল কিন্তু তা আর নেই।থানার ভেতর এখন আগের চেয়ে সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে থানার ভেতর পুকুর পাড়ে সবজি চাষ করার কারণে থানার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।’
নাচোল থানার ওসি মিন্টু রহমান বলেন,থানার ভেতরে ঝোপ জঙ্গল থাকার কারনে মশার উপদ্রব বেড়ে গিয়েছিল। তাই দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের নিয়ে থানার ভেতরের ঝোপ জঙ্গল পরিস্কার করতে শুরু করি। আমি এ থানায় যোগদানের পর থেকে সাধারণ মানুষদের শতভাগ সেবা দেওয়ার চেষ্টা করেছি পাশাপাশি থানার অবকাঠামো নির্মাণ সহ থানার সৌন্দর্যবর্ধন করতে সক্ষম হয়েছি।