কুরবানীর চামড়া বোঝাই ট্রাক খাদে পড়ে ব্যবসায়ী নিহত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে কুরবানীর চামড়া বোঝাই ট্রাক সাভারের ট্যানারি শিল্প এলাকায় যাওয়ার সময় বেইলি ব্রিজের পার্শ্ববর্তী খাদে পড়ে বিশু চন্দ্র(৪৫) নামের এক চামড়া ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকে থাকা মোঃ আব্দুল খালেক ও আফজাল মিয়া নামে আরো দুই ব্যবসায়ী আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত বিশু জামালপুরের ইসলামপুর থানার ভাঙ্গুরা গ্রামের মনি লাল চন্দ্রের ছেলে।
শনিবার রাত সাড়ে দশটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের আলিপুর বেইলি ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি (ঢাকা মেট্রো ড-১৪-৭৬১৫) নরসিংদী থেকে চামড়া বোঝাই করে কেরানীগঞ্জ হয়ে সাভারের উদ্দেশ্যে যাচ্ছিল। কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়েরের করেছে।