ফুলবাড়ী পৌরসভায় ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন উদ্বোধন
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বয়স্ক ভাতা, বিধবা স্বামী নিগৃহীতা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন এর উদ্বোধনী করা হয়েছে।
রোববার সকাল ১০ টায় পৌরসভা চত্বরে ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন এর উদ্বোধনী করা হয়।
ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।
এতে আশরাফ পারভেজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম,
নং প্যানেল মেয়র হারান দত্ত, কাউন্সিলর মাজেদুর রহমান, মমতাজুর রহমান পারভেজ প্রমুখ।
জানাগেছে,উপজেলায় বয়স্ক ৮ হাজার ৫৪০জন,বিধবা ৫ হাজার ৭৬৩জন ও প্রতিবন্ধী ৩ হাজার ৭৯৮জন ভাতা ভোগী রয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সকল ভাতা ভোগীদের পৌরসভায় এসে স্ব-শরীরে উপস্থিত হয়ে স্বাক্ষর গ্রহণ করা হবে।