ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ২:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 17, 2023 - 10:36 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই ) সকালে পৌরসভার ইছাখালী আদর্শ গ্রাম ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রের নাম জাহেদুল ইসলাম মিনার (১২)। সে ওই এলাকার জমির উদ্দীন সওদাগরের ছেলে। মিনার ঘাটচেক উচ্চ বিদ্যালের সপ্তম শ্রেণীর একজন মেধাবী ছাত্র।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন শাহ্ বলেন, বাড়ি থেকে একটু দূরে ইটভাটা সংলগ্ন একটি পুকুরের পাশে কয়েকজন কিশোরের সাথে মিনারও খেলতে যায়। খেলার এক পর্যায়ে মিনার নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে পাশে থাকা পুকুরে তাকে ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।