মির্জাপুরে মহিষবাতান এলাকায় অবৈধ ২৯ টি কয়লার চুল্লী ধ্বংস
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসন কর্তৃক (মোবাইল কোর্ট) পরিচালনা করে একদিনে ২৯টি অবৈধ কয়লার চুল্লী ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার আজগানা ইউনিয়নের মহিষবাতান এলাকায় অভিযান চালানো হয়। তারা দীর্ঘদিন বনের ভিতর কাঁঠ কেটে পুঁড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরী করত। গোপন সংবাদের ভিত্তিতে আজকে এই অভিযান চালানো হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন, সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা। অভিযানের সাথে আরো আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য, এসিল্যান্ড কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তবে, চুল্লি মালিকেরা পলাতক থাকায় তাদের জরিমানা করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা সাংবাদিকদের বলেন, ওই এলাকায় দীর্ঘদিন যাবত গাছ কেটে পুঁড়িয়ে কয়লা তৈরি করা হতো। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছিল। তাই খোঁজ নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে চুল্লিগুলো ধ্বংস করা হয়েছে।